ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চার মাসেই সেভিয়াকে ইসকোর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
চার মাসেই সেভিয়াকে ইসকোর বিদায়

রিয়াল মাদ্রিদের হয়ে একসময় মাঠ মাতিয়ে বেড়িয়েছেন ইসকো। পরবর্তীতে আর নিয়মিতে একাদশে জায়গা হয়নি এই মিডফিল্ডারের।

গ্রীষ্মের দলবদলে যোগ দেন স্পেনের আরেক ক্লাব সেভিয়াতে। সেখানে থেকেছিলেন চার মাস। এবার ক্লাবটি থেকেও বিদায় নিয়েছেন তিনি।

ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের সম্মতিতে চুক্তির সমাপ্তি টানা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানায় সেভিয়া।

চলতি বছরের আগস্টে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ইসকোর। এরপর আর নতুন করে চুক্তি করা হয়নি; যোগ দেন সেভিয়াতে। ক্লাবটির হয়ে এই পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন একটি।  

সেভিয়ার হয়ে বেশিদিন টিকতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে ইসকোর পারফরম্যন্স ভুলার মতো নয়। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির হয়ে তিনি জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ সর্বমোট ১৯টি শিরোপা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।