ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘এই আর্জেন্টিনা আর কিছুই জিততে পারবে না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
‘এই আর্জেন্টিনা আর কিছুই জিততে পারবে না’

কাতার বিশ্বকাপের আগে রীতিমত অপ্রতিরোধ্য ছিল আর্জেন্টিনা। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে সৌদি আরবের মতো পুঁচকে দলের কাছে।

তবে এরপরও বিশ্বকাপ জিতেই আসর শেষ করে আলবিসেলস্তেরা। ঘুচায় ৩৬ বছরের আক্ষেপ। লিওনেল মেসির ক্যারিয়ারও পূর্ণতা পায় এতে।

তবে এই আর্জেন্টিনা দলটির কপালে আর বিশ্বকাপ ট্রফি জুটবে না বলে মত মেসির সাবেক বার্সা সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় এসি মিলানের এই ফরোয়ার্ড বলেন, ‘মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কাতারে বিশ্বকাপ জেতার পরে নিজের জায়গা আরও পাকা করেছে সে। কিন্তু আমার চিন্তা হচ্ছে আর্জেন্টিনার বাকি ফুটবলারদের নিয়ে। তারা তো আগামী দিনে আর কিছুই জিততে পারবে না। ’

‘মেসি সব কিছু জিতেছে। ওকে সবাই মনে রাখবে। কিন্তু বাকিরা শুধু বিতর্কে জড়িয়েছে। তাদের আর কে মনে রাখবে?’

ইব্রার মন্তব্যের বিপরীতে জবাব দিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার সের্হিও আগুয়েরো। ইব্রাকে নিজের দেশ (সুইডেন) নিয়ে ভাবতে বললেন তিনি, ‘আর্জেন্টিনা আর কিছুই জিতবে না, এমনটা বলা মোটেই সমীচিন নয়। আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলার আগে নিজের দেশ আর ফুটবলারদের নিয়ে ভাবো। যারা কি না গত বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। সেসব নিয়ে কথা বলার জন্য তুমিই শেষ উপযুক্ত মানুষ। ’

বাংলাদেশ সময় : ২১৩৮ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।