ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোনো হাসপাতালেই নেই আতসু, খোঁজা হচ্ছে এখনও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
কোনো হাসপাতালেই নেই আতসু, খোঁজা হচ্ছে এখনও

তুরস্কে হওয়া ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তুপে চাপা পড়েন ঘানার ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আতসু। বেশ কয়েকটি প্রতিবেদনে তাকে উদ্ধার করার কথা বলা হলেও তার ক্লাব হাতায়স্পোর এখনও দাবি করছে পাওয়া যাচ্ছে না এই ফুটবলারকে।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় যে, তুরস্কের হাতায় প্রদেশে একটি বিল্ডিংয়ের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় আতসুকে। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে তার চিকিৎসা চলমান রয়েছে। এই বিষয়টি তুরস্কের সংবাদমাধ্যমকে নিশ্চিত করে হাতায়স্পোরের সহ সভাপতি মোস্তাফা ওজাত।

কিন্তু বুধবার (৮ ফেব্রুয়ারি) আতসুর ক্লাব হাতায়স্পোরের কোচ ভলকান দেমিরেল ‘রয়টর্স’ সংবাদ সংস্থাকে জানান, এখনও খোঁজা হচ্ছে আতসুকে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি, কোথায় আছে সে। আমরা জানি না কোথায় অবস্থান করছে সে। তাকে কোথাও থেকে বের করা হয়নি এখনও। এমনকি কোথাও নিয়েও যাওয়া হয়নি। ’

একইভাবে ক্লাবটির চিকিৎসক গারবে কাভেচি তুরস্কের সংবাদমাধ্যমকে বুধবার জানায় যে আতসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘ক্লাব থেকে বলা হয়েছে তাকে (আতসুকে) ডরটল হাসপাতালে নেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর আমরা সেখানে ছুটে যাই। গিয়ে দেখি সে সেখানে নেই। ’

এদিকে এএফপিকে আতসুর ব্যক্তিগত ফটোগ্রাফার জানান, ‘তাকে (আতসু) সবাই বিভিন্ন হাসপাতালে খুঁজে বেড়াচ্ছে। আমরা এখনও জানি না (সে বেঁচে আছে কি না)। তাছাড়া একই ভবনে আরও ১৮ জন ঘানার শিক্ষার্থী ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। যদিও তুরস্কের এক প্রতিনিধি নিশ্চিত করে তাদের উদ্ধার করা হয়েছে। তবে সেটি সম্পূর্ণ বানোয়াট। ’

চেলসির হয়ে চার বছর খেলার পার আতসু চুক্তি করেন নিউক্যাসলের সঙ্গে। সেখান থেকে গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব হাতায়স্পোরে যোগ দেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়েও তিনি এই পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।