ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন রিপা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন রিপা

এএফসি নারী অনূর্ধ্ব-২০ বাছাইয়ে আগামীকাল (১০ মার্চ) বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। দলটি নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে বড় ব্যবধানে (৭-১) হেরে যাত্রা শুরু করেছে।

তাই তাদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। ম্যাচের আগে এমনটাই জানালেন দলের অন্যতম সেরা তারকা শাহেদা আক্তার রিপা।

তুর্কমেনিস্তান এবং ইরানের মধ্যকার ম্যাচ দলের সকলে দেখেছেন বলে জানিয়েছেন রিপা। তুর্কমেনিস্তানের খেলা দেখার পর রিপা বলেন, ‘আমরা তুর্কমেনিস্তান এবং ইরানের ম্যাচ দেখেছি। আমরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ’ 

হার দিয়ে যাত্রা শুরু করলেও তুর্কমেনিস্তানকে হালকা ভাবে নেয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন রিপা। শারীরিকভাবে তুর্কমেনিস্তান বেশি শক্তিশালি। তাই তাদের বিপক্ষে জিততে হলে গতিময় ফুটবলের বিকল্প নেই বলে মনে করেন রিপা।  

তিনি বলেন, ‘তুর্কমেনিস্তানের দলটা অনেক কঠিন। শারীরিকভাবে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেষ্টা থাকবে দ্রুত খেলার। ওদের সঙ্গে জেতা অসম্ভব কিছু না। আমাদের শুধু দ্রুত খেলতে হবে। ওদের বড় দুর্বলতা হলো ওরা বেশি দৌড়ে খেলতে চায় না। অনেক ধীরগতিতে খেলে। ’

সাফজয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানিয়েছেন রিপা। তিনি বলেন, ‘আমরা সাফে জিতেছি। আমাদের বেশ আত্মবিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব। আমরা ওদের চেয়ে দ্রুতগতিতে খেলি কিন্তু ওরা শারীরিকভাবে এগিয়ে। সব কিছু মিলিয়ে বলব বাংলাদেশই এগিয়ে।  সাফ যেহেতু জিতেছি, এবার এএফসিতেও কিছু করে দেখাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।