ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
দেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে বসুন্ধরা কিংস

এএফসি চ্যাম্পিয়নস লিগে কখনও খেলার সুযোগ পায়নি বাংলাদেশের কোনো ক্লাব। এবার ইতিহাস গড়তে চলেছে বসুন্ধরা কিংস।

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।  

দেশের ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক ইতিহাস গড়ে চলছে কিংস। চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিতে চলেছে তারা।

আগামী বছর এশিয়ার সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব ক্লাব হিসেবে সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। তবে মূল পর্বের খেলার জন্য শুরুতে প্লে-অফে লড়াই করতে হবে কিংসকে। চ্যাম্পিয়নস লিগে শুধু বসুন্ধরা কিংস খেলার সুযোগ পেলেও এএফসি কাপে কিংসের সঙ্গে আবাহনী লিমিটেডও খেলার সুযোগ পাচ্ছে।

চ্যাম্পিয়নস লিগে শুধু সৌদি আরব ও ইরান থেকে সর্বোচ্চ তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এরপরই দুটি করে দল রয়েছে কাতার ও উজবেকিস্তানের। এছাড়া দক্ষিণ এশিয়া থেকে শুধুমাত্র ভারতের একটি দল সরাসরি খেলে থাকে। এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো দল খেলার সুযোগ পাচ্ছে প্লে-অফে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।