ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আর্জেন্টিনাকে স্বাগত জানাল ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আর্জেন্টিনাকে স্বাগত জানাল ইন্দোনেশিয়া

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এশিয়া সফরে এসে তারা খেলে তৃতীয় ম্যাচ; অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সেটিতেও তুলে নেয় জয়। পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি। ইতোমধ্যেই জাকার্তায় এসে পৌঁছেছে আলবেসিলেস্তেরা।

এশিয়া সফরের প্রথম ম্যাচে চীনে বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। শুরুতেই গোল করে রেকর্ড গড়েন লিওনেল মেসি। ক্যারিয়ারের দ্রুততম গোলের এই ম্যাচে জয়ও পায় তার দল। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে থাকবেন না তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই সিদ্ধান্ত সাবেক এই বার্সা তারকার।  

আগামী সোমবার (১৯ জুন) বুং কারনো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি খেলতে আজ দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেখানে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেওয়া হয় গিফটও। এমন অভ্যর্থনায় সন্তুষ্ট সফরকারী দলটি।  

আর্জেন্টনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তফে বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল দলকে এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট এরিক থোহিরকে অনেক ধন্যবাদ। এখানে এসে আমরা অনেক খুশি। ’

ইন্দোনেশিয়া ভক্তরা অবশ্য মেসি না থাকার কারণে অখুশি। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখতে আগ্রহও কম নয় তাদের মাঝে। এয়ারপোর্টেই ভক্তদের এমন অভ্যর্থনাই প্রমাণ করে সেটি। শুধু মেসি নয়, ম্যাচটিতে খেলবেন না আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিও।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।