ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

৮ হাজার মাইল পাড়ি দিয়ে হারতে হলো ১২ গোলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জানুয়ারি ৭, ২০২৪
৮ হাজার মাইল পাড়ি দিয়ে হারতে হলো ১২ গোলে

ক্যারিবিয়ান সাগর ঘেঁষা ছোট একটি দ্বীপ মার্তিনিকে। যা ফ্রান্সের অন্তর্ভুক্ত।

সেই অঞ্চলেরই ক্লাব গোল্ডেন লায়ন। ৮ হাজার মাইল দূর পাড়ি দিয়ে ফ্রেঞ্চ কাপ আসে তারা। কিন্তু লিলের কাছে ১২-০ গোলের লজ্জার হারের পর তাদের দীর্ঘ এই ভ্রমণ বিফলে গেল।

রাউন্ড অফ সিক্সটি ফোরের ম্যাচে লিলের হয়ে হ্যাটট্রিক করেন জনাথন ডেভিড ও জেগ্রোভা। জোড়া গোল করেন ইয়াজিসি ও হ্যারাল্ডসন। এছাড়া একটি করে গোল কারভালহো সান্তোস ও মেসুসার। হ্যাটট্রিক গোলের পাশাপাশি হ্যাটট্রিক অ্যাসিস্টও করেন ডেভিড।

লিগ ওয়ানে খেলা লিলের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি। এর আগে ফ্রেঞ্চ কাপেই ১৯৫৭ সালে মরফতেইনের বিপক্ষে ১০-০ গোলে জয় পায় তারা। গোলের জন্য ৩৭টি শট নেয় লিল। বিপরীতে গোল্ডেন লায়ন শট নিয়েছে একটি। গোলরক্ষক জাইলস মেসলিয়েনের দারুণ কিছু সেভ না দিলে হারের ব্যবধানটা আরো বাড়তে পারত তাদের।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।