ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

২১ বছর পর ইউনাইটেডের মাঠে ফুলহ্যামের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
২১ বছর পর ইউনাইটেডের মাঠে ফুলহ্যামের জয়

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ে উড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ঘরের মাঠে এমন এক ধাক্কা খেল, যেটার সঙ্গে তারা খুব একটা অভ্যস্ত নয়।

২১ বছর পর তাদের মাটি থেকে জয় নিয়ে ফিরেছে ফুলহ্যাম। ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা।  

১৯৬৩ সালের পর ইউনাইটেডের মাটিতে এটি ফুলহ্যামের দ্বিতীয় জয়। ওল্ড ট্র‍্যাফোর্ডে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা।  

৬৫ মিনিটে ক্যালভিন ব্যাসির গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। কিন্তু ৮৯ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়ের। নাটকের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের সপ্তম মিনিটে রেড ডেভিলদের বিমূঢ় করেন অ্যালেক্স আইয়োবি।

২৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১২তে আছে ফুলহ্যাম। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এএইচএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।