ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

রোনালদোর ৭৫০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
রোনালদোর ৭৫০

গোল ও রেকর্ড গড়া ক্রিস্টিয়ানোর রোনালদোর কাছে নতুন কিছু নয়। গতকাল প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই ফরোয়ার্ড।

 

সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় আল নাসর। প্রথম গোলটি আসে রোনালদোর পা থেকেই। ২১তম মিনিটে পেনাল্টি থেকে ক্লাব ফুটবলে নিজের ৭৫০তম গোলটি করেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল ৮৭৭টি।

আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর অবশ্য সমালোচনায় জড়ান রোনালদো। শাবাবের সমর্থকরা 'মেসি মেসি' স্লোগান দেয়। এতে সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। এতে সমালোচনার তোপে পড়েছেন তিনি।
 
চলতি বছর চার ম্যাচ খেলে সবটিতেই জালের দেখা পেয়েছেন। টানা ৯ ম্যাচ করলেন গোল। ২২ গোল নিয়ে সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে পর্তুগিজ তারকা।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।