ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নকে উড়িয়ে রাফিনিয়া বললেন ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
বায়ার্নকে উড়িয়ে রাফিনিয়া বললেন ‘প্রতিশোধ’

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে গত ছয় ম্যাচই হেরেছে বার্সেলোনা। সেই হারের ক্ষত নিয়ে গতকাল খেলতে নেমেছিল তারা।

আর এই ম্যাচে জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। করলেন হ্যাটট্রিক। উড়িয়ে দিলেন বায়ার্নকে। ম্যাচ শেষে তাইতো বললেন ‘প্রতিশোধ’ নেওয়ার কথা।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নকে ৪-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। হ্যাটট্রিক করেন রাফিনিয়া। অথচ এই বায়ার্নের বিপক্ষেই গত ছয় ম্যাচ হারতে হয়েছে তাদের। যার মধ্যে ২০২০ সালে ৮-২ ব্যবধানের হারের দুঃসহ স্মৃতি এখও তাড়া করে বেড়ায় তাদের। গতকাল হয়তো সেই ক্ষত কিছুটা হলেও মোছন করেছেন রাফিনিয়া। ম্যাচ শেষে ভক্তদের উচ্ছ্বাস যেন তারই প্রতিফলন।

গত ছয় ম্যাচের দুটিতেই বায়ার্নের মুখোমুখি হয়েছিলেন রাফিনিয়া। তাইতো উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলেননি তিনিও। যদিও আগের ম্যাচগুলোর কথা টানেন এই ব্রাজিলিয়ান। ভক্ত হিসেবে কষ্ট পাওয়ার কথা বলেন তিনি। তাইতো নিয়েছেন প্রতিশোধ।  

ব্রাজিলিয়ান এই তারকা বলেন, ‘এটা ভক্তদের কাছে প্রতিশোধ। আমরা খেলোয়াড়েরা অতীতে তাকাই না, লক্ষ্য থাকে পরের ম্যাচে। কিন্তু ভক্ত হিসেবে আমিও সেসব (হারের) ম্যাচে ভুগেছি। ’

গতকাল নিজের শততম ম্যাচে খেলতে নেমেছিলেন রাফিনিয়া। কঠিন চ্যালেঞ্জ সামনে থাকলেও রাঙানোর উদ্দেশ্য ছিল তার। সেটিই করে দেখালেন এই ফরোয়ার্ড। তাইতো নিজের খেলা সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে ভক্তদের সামনে এমন ম্যাচ জেতার আনন্দ যোগ করেছে বাড়তি মাত্রাও।  

রাফিনিয়া বলেন, ‘ক্লাবের হয়ে শততম ম্যাচে হ্যাটট্রিক করায় রাতটা অসাধারণ ও বিশেষ। দলের পারফরম্যান্স ও আমি যেভাবে খেলেছি, সেটা নিয়ে সন্তুষ্ট। ম্যাচের আগে বলেছিলাম, এটা হতে পারে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সবাই হয়তো এই কথা মানবে না, তবে ব্যাপারটা এমন কিছুই ছিল। তাই ভক্তদের সামনে এভাবে জিততে পারাটা বিশেষ কিছু এবং আমি খুব খুশি। ’

বার্সেলোনার পরবর্তী ম্যাচ আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১টায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। রাফিনিয়ার মতো চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রও। তাইতো এই ‘এল ক্লাসিকো’য় চোখ সবার।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।