ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

সৌদি আরবের দায়িত্ব ছাড়লেন মানচিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, অক্টোবর ২৫, ২০২৪
সৌদি আরবের দায়িত্ব ছাড়লেন মানচিনি

অনেক আশা নিয়ে এসেছিলেন সৌদি আরবে। কিন্তু স্বপ্নপূরণ করা হলো না রবের্তো মানচিনির।

১৪ মাসের মাথায়ই দায়িত্ব ছাড়তে হলো তাকে। বাজে পারফরম্যান্সের কারণে বৃহস্পতিবার মানচিনির সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার বিষয়টি জানায় সৌদি ফুটবল ফেডারেশন।  

গত বছরের আগস্টে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। সেসময় দেশটির সংবাদমাধ্যম থেকে জানা যায়, বড় অঙ্কের বিনিময়ে দলটির কোচ হয়েছেন ইতালির হয়ে ইউরোজয়ী এই কোচ। ২০২৭ সাল পর্যন্ত করেছিলেন চুক্তি। কিন্তু মেয়াদ শেষের অনেক আগেই দায়িত্ব ছাড়তে হলো তাকে।

মানচিনির অধীনে এশিয়ান কাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় সৌদি আরব। এরপর বিশ্বকাপ বাছাইয়েও পারফরম্যান্স খরায় ভূগছে দলটি। ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তারা। সবশেষ ঘরের মাঠেই জাপানের কাছে হারে ২-০ ব্যবধানে। এরপর বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ধারাবাহিক এই ব্যর্থতায় চাকরি খোয়াতে হয়েছে মানচিনিকে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।