ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মনিকা-রুপনা-ঋতুপর্ণাকে সংবর্ধনা দেবে রাঙামাটি জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
মনিকা-রুপনা-ঋতুপর্ণাকে সংবর্ধনা দেবে রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি: নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আলো ছড়িয়েছেন রাঙামাটির তিন ফুটবলার মনিকা চাকমা, রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

তাদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, 'নেপালের কাঠমান্ডুতে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হওয়া পাহাড়ি ফুটবলারদের এবারও সংবর্ধনা দেওয়া হবে। আমরা পরিকল্পনা করছি, এবারের সংবর্ধনা অনুষ্ঠান কীভাবে ও কেমনভাবে আয়োজনে করা যায়। ' 

গত বুধবার অনুষ্ঠিত ফাইনালে মনিকা চাকমার গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। পরে নেপাল সমতায় ফিরলেও শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা। ফাইনাল-সেরা তো বটেই টুর্নামেন্ট-সেরার পুরস্কারও জিতে নেন ঋতুপর্ণা, আর সেরা গোলরক্ষকের পুরস্কার পান রুপনা।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে। রুপনা চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে, আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত পাড়ায়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।