ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিফলে মেসির গোল, বিদায় ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, নভেম্বর ১০, ২০২৪
বিফলে মেসির গোল, বিদায় ইন্টার মায়ামির

প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফে উঠেছিল ইন্টার মায়ামি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ ছিল উঁচুতে।

ফর্মে থাকা লিওনেল মেসি গোল করে দলকে উজ্জীবিত করেছিলেন ভালোভাবেই। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হলো তার দলকে।

প্লে অফের প্রথম রাউন্ডের ম্যাচে আজ আটলান্টার কাছে ৩-২ গোলে হেরেছে মায়ামি। এই হারে বিদায় নিশ্চিত হলো মেসিদের। আর ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠে গেল আটলান্টা।

এর আগে এই আটলান্টার বিপক্ষে প্লে অফের লড়াইয়ে ২-১ গোলে জিতেছিল মায়ামি। গত ২ নভেম্বর দ্বিতীয় লড়াইয়ে জিতলেই শেষ চার নিশ্চিত হতো তাদের। কিন্তু টানা দুই হারে বিদায় নিতে হলো দলটিকে এবং মৌসুম শেষ হলো মেসির।  

আজ ঘরের মাঠে ১৭তম মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু মিনিট তিনেকের মধ্যেই জামাল থিয়েরের জোড়া গোলে এগিয়ে যায় আটলান্টা।  

বিরতির পর দারুণ হেডে মায়ামিকে সমতায় ফেরান মেসি। কিন্তু ৭৬তম মিনিটে বারতোজ সিলৎসের গোলে কপাল পোড়ে তাদের। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি মেসিরা।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।