ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ফুটবল

ঝুঁকির মুখে আর্জেন্টিনার সিংহাসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, নভেম্বর ১৯, ২০২৪
ঝুঁকির মুখে আর্জেন্টিনার সিংহাসন

২০২২ বিশ্বকাপ জেতার অল্প কিছুদিনের মধ্যেই ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত সেটি ধরে রেখেছে দলটি।

কিন্তু আলবিসেলেস্তেদের সিংহাসন এখন হাতছাড়া হওয়ার পথে।  

কাতারে শিরোপা উৎসব করার পানামা ও কুরাসাওকে হারিয়ে ২০২৩ সালের ৬ অক্টোবর ব্রাজিলকে সরিয়ে শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচ হেরে চাপে পড়ে যায় তারা। সর্বশেষ প্যারাগুয়ের কাছে হেরে খাদের কিনারে চলে গেছে স্কালোনির শিষ্যরা। ফিফার বর্তমান র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার পরেই অবস্থান ফ্রান্স ও স্পেনের।  

সর্বশেষ কোপা আমেরিকা জেতার পর এখন পর্যন্ত মাত্র ১ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জেতার পর থেকে ধুঁকছে তারা। র‍্যাংকিংয়ে তাদের পয়েন্ট এখন ১৮৬২.৩৬। তাদের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে ফ্রান্স। নেশনস লিগে ইতালিকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে ফরাসিরা।  

আর্জেন্টিনার হাতে এখন অবস্থান ধরে রাখার সুযোগ আছে। আগামীকাল ভোরে তারা বুয়েনস এইরেসে পেরুর মুখোমুখি হবে। এই ম্যাচে ড্র করলে তাদের পয়েন্ট ১৮৫৪.৭৫ এ নেমে আসবে। আর তাতে দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে মেসিদের। আর হেরে গেলে ১৮৪২.২৫ পয়েন্ট নিয়ে নামতে হবে তৃতীয় স্থানে।

পেরু ম্যাচে প্রত্যাশা পূরণ না করতে পারলে ৫৯২ দিন পর শীর্ষস্থান ছাড়তে হবে আর্জেন্টিনাকে। ফের শীর্ষে ফেরার জন্য তাদের অপেক্ষায় থাকতে হবে মার্চ পর্যন্ত। ওই সময় আবার বাছাইয়ের ম্যাচ শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।