ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাবার চাওয়া পূরণ হবে প্রত্যাশা পিন্টুর ছেলের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বাবার চাওয়া পূরণ হবে প্রত্যাশা পিন্টুর ছেলের

এক কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। সোমবার দুপুরে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।

আজ (মঙ্গলবার) কিংবদন্তি এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। জানাজা শেষে বাদ আসর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে তাকে।

জীবদ্দশায় একটি আবেদন বার বার করেছেন জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, স্বাধীনতা ও জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া কিংবদন্তি ফুটবলার দেখতে চেয়েছিলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে দলটি নিয়ে ভারতের বিভিন্ন স্থানে ম্যাচ খেলে প্রাপ্ত অর্থ জমা দিয়েছিলেন সরকারি তহবিলে সেই দলটিকে যেন স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। একই চাওয়া পিন্টুর একমাত্র ছেলে তানভীরের।

পিন্টুর স্ত্রী হাসিনা পৃথিবী ছেড়েছেন বছর পাঁচেক আগেই। পিন্টু একমাত্র ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিন মেয়েই প্রবাসী। মেজ মেয়ে গতকাল ইংল্যান্ড থেকে এসেছেন। একমাত্র ছেলে তানভীর ক্রীড়াঙ্গন ও সরকারের কাছে শুধু একটি দাবিই করেছেন, ‘আপনারা সবাই মিলে যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন এতে আমরা খুব কৃতজ্ঞ। বাবার একটাই চাওয়া ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের একটি স্বীকৃতি (দল হিসেবে স্বাধীনতা পদক পুরস্কার পাওয়া)। তার ছেলে হিসেবে আমার সেই দাবিই থাকবে এছাড়া আমাদের আর কিছু চাওয়ার নেই। ’

স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও ঐতিহাসিক ২৫ জুলাই দিনগুলোতে প্রতিক্রিয়া জানানোর সময় এই একটি দাবির কথা বলতে ভুলতেন না দেশের ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই ডিফেন্ডার। কিন্তু তাকে পৃথিবী ছাড়তে হলো আফসোস নিয়েই।  

বাংলাদেশ সময়:  ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।