ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাতক্ষীরা নিয়ে সাবিনার আক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
সাতক্ষীরা নিয়ে সাবিনার আক্ষেপ

সাতক্ষীরা: লম্বা সময় ধরে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। দুটি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

কিন্তু নিজ জেলা সাতক্ষীরা নিয়ে আক্ষেপই ঝরল তার কণ্ঠে।

সম্প্রতি নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাবিনাসহ বাংলাদেশের দুই ডিফেন্ডার মাসুরা পারভীন ও আফঈদা খন্দকারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে এক লাখ টাকা করে।

সাবিনা বলেন, ‘শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে-মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাসুরা-আফঈদাদের উঠিয়ে আনার কোনো ব্যবস্থা নেই। ’ 

‘আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়। ’

সাবিনা আরও বলেন, ‘আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া এবং পরিবারের সমর্থন ছিল। সাতক্ষীরার মানুষ সবসময় আমাদের পাশে থেকেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস জোগায়। ’

মাসুরা পারভীন বলেন, ‘আমরা মাঠে বেশি বেশি খেলি, তাই মাইক্রোফোনে কম কথা বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজ আমরা এখানে। আপনাদের সমর্থন অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক। ’  

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। ’

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ফুটবল কোচ ও আফঈদার বাবা প্রিন্স খন্দকার প্রমুখ।  


বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।