ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

হেরেই চলছে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, নভেম্বর ২৪, ২০২৪
হেরেই চলছে সিটি

কোচিং ক্যারিয়ারে এর চেয়ে বাজে সময় কখনোই পার করেননি পেপ গার্দিওলা। টানা চার ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রেরণায় ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বৃদ্ধি করেন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে দলের সুসময় ফিরিয়ে আনবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু এবারও হারের বৃত্ত থেকে বের হতে পারল না সিটি। সেই ধারা চার থেকে বেড়ে গিয়ে এখন ঠেকল পাঁচে।

প্রিমিয়ার লিগে গতকাল টটেনহাম হটস্পারের কাছে ৪-০ গোলে হেরেছে সিটি। অথচ এই ঘরের মাঠেই সব ধরনের প্রতিযোগিতা টানা ৫২ ম্যাচ অপরাজিত ছিল তারা।

ইতিহাদ স্টেডিয়ামে দুই অর্ধে দুটি করে গোল আদায় করে নেয় স্পার্স। প্রথমার্ধের নায়ক অবশ্য জেমস ম্যাডিসন। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এই মিডফিল্ডার। জন্মদিনের রাতে নিজেকে দারুণভাবেই উপহার দিলেন তিনি। বিরতির পর ব্যবধান বাড়ান পেদ্রো পোরো ও ব্রেনান জনসন।

৪-০  ব্যবধানে হার গার্দিওলার কাছে অবশ্য প্রথম নয়। তবে এটাই এখন পর্যন্ত যৌথভাবে সবচেয়ে বড় হারের ব্যবধান তার ক্যারিয়ারে। এর আগে একই ব্যবধানে এভারটন (২০১৭), বার্সেলোনা (২০১৬) ও রিয়াল মাদ্রিদের (২০১৪) কাছে হেরেছিলেন তিনি।  

ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ২০০৩ সালের পর এটাই বড় হার সিটির। সেবার আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরেছিল তারা।

দলের এমন অসহায় অবস্থায় গার্দিওলা যে স্বস্তিতে নেই তা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে তার কণ্ঠে, ‘এই মুহূর্তে আমরা রক্ষণাত্মকভাবে ভঙ্গুর। স্বাভাবিকভাবেই শুরুটা ভালো করেছিলাম, কিন্তু আমরা গোল করতে পারিনি এবং তারপর গোল হজম করতে হয়েছে। ’

‘এরপর আরও কিছু গোল হজম করি যা এই মুহূর্তে আমাদের আবেগের সঙ্গে মেনে নেওয়া কঠিন। আট বছরে আমরা কখনো পরিস্থিতিতে ছিলাম না। এখন আমাদের থাকতে হচ্ছে এবং বিশেষ করে পরের ম্যাচ জিতে সেটা কাটিয়ে উঠতে হবে। এখন আমরা জিনিসগুলোকে একভাবে দেখছি, আগামী কয়েক সপ্তাহে হয়তো ভিন্নভাবে দেখব। ’

এদিকে একই দিন আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে চেলসি। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। সমান পয়েন্ট চারে আর্সেনাল। এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানসিটি। পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে সবার ওপরে বসে আছে লিভারপুল। একটি ম্যাচ কমও খেলেছে তারা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।