প্রথমার্ধে দেখা মিলল ৭ গোলের। কিন্তু দ্বিতীয়ার্ধে একদমই বিপরীত চিত্র।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে গানারদের এগিয়ে দেন গাব্রিয়েল মাগালায়েস। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ান্দ্রো ত্রসার্ড। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে শক্ত অবস্থানে নিয়ে যান মার্টিন ওডেগার। এর ঠিক দুই মিনিট পরই সফরকারীদের হয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল কাঁপান কাই হাভার্টজ।
চার গোলে পিছিয়ে যাওয়ায় ওয়েস্ট হামের বেশ কয়েকজন সমর্থক গ্যালারি ছেড়ে নিজ নিজ গন্তব্যে হাঁটা ধরেন। কিন্তু ৩৮ ও ৪০ মিনিটে দুই গোল শোধ করে ম্যাচে ফেরার ইংগিত দেয় স্বাগতিকরা। প্রথম গোলটি করেন অ্যারন ওয়ান বিসাকা। দুই মিনিটের ব্যবধানে ফ্রি কিক থেকে বল জালে পাঠান এমেরসন। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফের ব্যবধান বাড়ায় আর্সেনাল। পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন বুকায়ো সাকা।
এই জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে মিকেল আর্তেতার দল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লিভারপুল। রোববার হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ সময়ঃ ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এএইচএস