ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

রহমতগঞ্জের কাছে হেরে শুরু মোহামেডানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ডিসেম্বর ১০, ২০২৪
রহমতগঞ্জের কাছে হেরে শুরু মোহামেডানের

ফেডারেশন কাপের শুরুতেই ধাক্কা খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে ১-০ গোলে হেরেছে।

ম্যাচের একমাত্র গোলটি করেছেন রাজন হাওলাদার।

বসুন্ধরা কিংস অ্যারেনায় যদিও পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে মোহামেডান। কিন্তু একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ একাই কয়েকটি দুর্দান্ত সেভ করেন। ১৩ মিনিটে জিসানের ক্রসে বোয়েটাংয়ের হেড গোলরক্ষক মামুন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান।  

বিরতির পরও মোহামেডানের দাপট চলতে থাকে। ৬১ মিনিটে সানডের দুর্বল শট গোলকিপার জায়গায় দাঁড়িয়ে তালুবন্দী করেন। ৬৯ মিনিটে মুজাফফরভের বুলেট গতির শট ক্রস বারের একটু ওপর দিয়ে গেলে আবারও হতাশ হতে হয় তাদের।

খেলায় ধারার বিপরীতে  গিয়ে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাজন প্রথমে সতীর্থকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, জায়গা করে নিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন।

একটু পরই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। মোস্তফা কাহরাবার কথার পাল্টা জবাব দিতে গিয়ে তাকে কনুই দিয়ে আঘাত করেন শান্ত। যার ফলে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে। বাকিটা সময় মোহামেডান আর পারেনি ঘুরে দাঁড়াতে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।