ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় লেগে হারলেও সেমিফাইনালে পিএসজি-বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
দ্বিতীয় লেগে হারলেও সেমিফাইনালে পিএসজি-বার্সেলোনা সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগের উত্তেজনার মঞ্চে আবারও জাত চেনালো প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও বার্সেলোনা। দ্বিতীয় লেগে হারের স্বাদ পেলেও, প্রথম লেগে এগিয়ে থাকায় তারা পৌঁছে গেল ইউরোপ সেরার মঞ্চের সেমিফাইনালে।

পিএসজি: এক ঝলক আধিপত্যেই শেষ চারের টিকিট

অ্যাস্টন ভিলার কাছে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারলেও, প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোল ব্যবধানে নিশ্চিত হয় ফরাসি জায়ান্টদের টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠা।

ম্যাচের শুরুতেই আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসের দুর্দান্ত দুই গোল ভিলার পরিকল্পনায় পানি ঢেলে দেয়। এরপরও প্রতিপক্ষ দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, গোলরক্ষক দোন্নারুমার দুর্দান্ত কিছু সেভ ভিলাকে থামিয়ে দেয় অতিরিক্ত সময়ের আগে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমার দলে বিশ্বের সেরা স্কোয়াড রয়েছে। শুধু দোন্নারুমাই নন, সবাই অসাধারণ। এই ম্যাচ আমাদের মানসিকভাবে আরও শক্ত করে তুলবে। ”

চলতি মৌসুমে লিগ শিরোপা নিশ্চিত করা কাতারি মালিকানাধীন ক্লাবটি এবার ইউরোপ শ্রেষ্ঠত্বের খোঁজে এগিয়ে যাচ্ছে আরও এক ধাপ। আধুনিক পরিকল্পনায় তারকা নির্ভরতা থেকে সরে এসে তরুণ ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠনেই মিলছে সাফল্য।

বার্সেলোনা: হ্যাটট্রিক হজম করেও এলো শেষ চারের টিকিট

অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় লেগে ৩-১ গোলে পরাজিত হলেও, প্রথম লেগের ৪-০ জয়ই যথেষ্ট ছিল বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত করার জন্য। দুই লেগ মিলিয়ে ৫-৩ স্কোরে এগিয়ে থাকায় তারা পৌঁছে গেল ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো শেষ চারে।

দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের হয়ে সারহু গিরাসি হ্যাটট্রিক করলেও তা যথেষ্ট ছিল না। বার্সার মিডফিল্ডার ফারমিন লোপেজ প্রতিপক্ষের আত্মঘাতী গোল আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে তিনি বলেন, “এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এমন ম্যাচ ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। ”

বার্সা কোচ হানসি ফ্লিকও ছিলেন আত্মবিশ্বাসী। তিনি বলেন, “দুই লেগ মিলিয়ে আমরা যে এগিয়ে ছিলাম, সেটা একেবারে ন্যায্য। এখন সময় উদযাপনের, এরপর আবার প্রস্তুতি শুরু। ”

সামনে কী?

সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে আর্সেনাল অথবা রিয়াল মাদ্রিদের, আর বার্সেলোনার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।