ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির অধিনায়কত্বে উচ্ছ্বসিত ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১১, ২০১৪
মেসির অধিনায়কত্বে উচ্ছ্বসিত ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: কোচ আলেসান্দ্র সাবেলা ২০১১ সালে দায়িত্ব নিয়ে প্রথমে মেসির হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন। ব্রাজিল বিশ্বকাপে অনেক মহারথী অধিনায়কের পাশাপাশি মেসিকে দেখা যাবে দলকে এগিয়ে নিতে।

মেসির দলের অন্যতম সদস্য ডি মারিয়া। লা লিগায় প্রতিদ্বন্দী দল রিয়ালের হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে তারা একতাবদ্ধ। জিততে চান শিরোপা। বিশ্বকাপ শুরুর আগে সেই একতার গান গেয়ে দলের অধিনায়কের প্রশংসা করলেন ডি মারিয়া।

ডি মারিয়া বলেছেন, মেসি অসাধারণ অধিনায়ক। সে দলকে সঠিকভাবে এগিয়ে নিতে জানে। সবার মাঝে সমন্বয় করতে জানে। ’

‘এটা আমাদের সিদ্ধান্ত কে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবে। আমরা মেসিকে বেছে নিয়েছি। ’ জানান ডি মারিয়া।

‘সে অসাধারণ খেলোয়াড়। ভালো বন্ধু। ভালো সতীর্থ। তার একটা দারুণ বিশ্বকাপ যাবে বলেই আমার বিশ্বাস। যখন অলিম্পিক দলের সাথে যোগ দিয়েছিল, আমি প্রথম তাকে দেখি। সে অনেক শক্তিশালী ছিল। সবাই তার কথা বলছিল। এরপর থেকে আমরা ভালো বন্ধু। আমি তার সাথে খেলার জন্য মুখিয়ে আছি। আমরা সকলে বিশ্বকাপ জিততে চাই। ’ যোগ করেন অ্যাটাকিং এ আর্জেন্টাইন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ১১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।