ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অবশেষে ব্রাজিলে উড়াল দিলেন ক্যামেরুনের ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুন ৯, ২০১৪
অবশেষে ব্রাজিলে উড়াল দিলেন ক্যামেরুনের ফুটবলাররা

ঢাকা: অবশেষে বেতন-বোনাস সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় ব্রাজিলের উদ্দেশে উড়াল দিয়েছেন ক্যামেরুনের জাতীয় দলের ফুটবলাররা।

‌এবারের বিশ্বকাপ আসরে আগামী শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মেক্সিকোর মুখোমুখি হবে স্যামুয়েল ইতোর দল ক্যামেরুন।



এর আগে, রোববার সকালে ইতোদের ব্রাজিলের উদ্দেশে উড়োজাহাজে চড়ে ব্রাজিলে পৌঁছানোর কথা। কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণে তাদের প্রাপ্য ৬১ হাজার পাউন্ড পরিশোধ না করায় ফ্লাইট বর্জন করেন তারা।

এ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনার প্রায় ১২ ঘণ্টা পর ব্রাজিলের উদ্দেশে উড়োজাহাজে চড়েছে ক্যামেরুন দল।

দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জোসেফ আওনা বলেন, সবকিছুর সমাধান হয়েছে। ফুটবলাররা বিশ্বকাপ জয়ে ব্রাজিলের মাঠে নামছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।