ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর চুলের স্টাইল ছিল নেইমারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৪
রোনালদোর চুলের স্টাইল ছিল নেইমারের নেইমার

ঢাকা: ২০০২ সালের বিশ্বকাপ তারকা ব্রাজিলের রোনালদোর হেয়ার স্টাইল নিয়ে এবারের তারকা নেইমার জানালেন তিনিও সেই স্টাইলে চুল ছেঁটেছিলেন।

২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে রোনালদো মোট আটটি গোল করেছিলেন।

জিতেছিলেন গোল্ডেন বুট। রোনালদোর জোড়া গোলে ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা ঘরে নিয়েছিল ব্রাজিল। এতসব কিছুর পরও রোনালদোকে নিয়ে বিশ্ব মেতেছিল তার নতুন হেয়ার স্টাইল নিয়ে।

রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারের মাথার সামনের অংশে কিছুটা চুলের গোছা আর পিছনে পুরো মাথা ন্যাড়া ছিল। তার এই চুলের স্টাইলকে ফুটবল ইতিহাসের বাজে স্টাইল বলে গন্য করেছিল অনেকে। তবে এই স্টাইল নিয়ে মাততে দেখা গেছে অনেক ফুটবল পাগলদের। সেই ফুটবল পাগলদের মাঝে ছিল এবারের ব্রাজিলের আস্থা নেইমার।

সাও পাওলোর এক সংবাদ সম্মেলনে এবারের ব্রাজিল তারকা নেইমার বললেন, ‘২০০২ সালে আমিও রোনালদোর মতো চুলের স্টাইল করেছিলাম, তবে সেটি এখন আমার খুব বেশি মনে পড়ছে না। কিন্তু আমার মনে আছে বিশ্বশিরোপা জেতার উৎসবের ঘটনা। ’

তিনি আরো বলেন, ‘আমি সবসময় মনে করি রোনালদো এবং রোমারিও দু’জন বড় ফুটবল তারকা। বিশেষ করে ২০০২ সালের বিশ্বকাপে। ’

‘এ’ গ্রুপে থাকা স্বাগতিক ব্রাজিল গ্রুপ পর্বে লড়বে ক্রোয়েশিয়া, মেক্সিকো এবং ক্যামেরুনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘন্টা, ১২ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।