ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পারিশ্রমিকে সেরা দশ...

জনি সাহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪
পারিশ্রমিকে সেরা দশ...

ঢাকা: অপেক্ষা বিশ্বকাপের ২০তম আসরের পর্দা ওঠার। পছন্দের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।

বির্তকের অংশ হিসেবে এবার যোগ হচ্ছে আরও একটি বিষয়। আর তা হলে বিশ্ব ফুটবল তারকাদের মধ্যে কে সর্বোচ্চ পারিশ্রমিক পান।

সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে তালিকায় র্শীর্ষে রয়েছেন ইংলিশ ফুটবলার ওয়েন রুনি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকার শীর্ষ দশে হল্যান্ড, স্পেন, উরুগুয়ে, বেলজিয়ামের খেলোয়াড়রা থাকলেও নেই ব্রাজিল ফুটবল দলের লেফট উইং স্ট্রাইকার নেইমার।

ওয়েন রুনি: ইংলিশ এ তারকার বার্ষিক আয় ৩ লাখ পাউন্ড।   ২৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের এ খেলোয়াড়ের চুক্তি আছে নাইকি, কোকা-কোলা, হারপার-কলিন্স, ইএ স্পোর্টস’র সঙ্গে।

লিওলেন মেসি: আর্জেন্টাইন এ তারকার বার্ষিক আয় দুই লাখ ৯২ হাজার পাউন্ড, যা দ্বিতীয় সর্বোচ্চ। ২৬ বছর বয়সী বার্সেলোনা’র এ ফুটবলার বিশ্বখ্যাত অ্যাডিডাস, পেপসিকো, তুর্কিশ এয়ারলাইন্স, ইএ স্পোর্টসসহ আরও কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো: পর্তুগিজ এ তারকার বার্ষিক আয় দ‍ুই লাখ ৮৮ হাজার পাউন্ড। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ২৯ বছর বয়সী রোনালদো নাইকি, কোকা-কোলা, ক্যাস্টরল, মটোরোলা, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ।

রবিন ভ্যান পার্সি: ৩০ বছর বয়সী এ ডাচ তারকার বার্ষিক আয় দুই লাখ ৫০ হাজার পাউন্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের এ খেলোয়াড় চুক্তিবদ্ধ আছেন পেপসি,নাইকি, অ্যাডিডাস, বিটি স্পোর্টসের সঙ্গে।

ইয়াইয়া তোরে: আইভরি কোস্টের এ খেলোয়াড়ের বার্ষিক আয় দুই লাখ ৩০ হাজার পাউন্ড। ৩১ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এ খেলোয়াড় চুক্তিবদ্ধ আছেন পুমা ও ফোর্ডের সঙ্গে।

সার্জিয়ো অ্যাগুয়েরো: ২৬ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকার বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার পাউন্ড। ম্যানচেস্টার সিটির এ খেলোয়াড় চুক্তিবদ্ধ আছেন পুমা ও পেপসির সঙ্গে।

লুইস সুয়ারেজ: উরুগুয়ের এ স্ট্রাইকারের বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার পাউন্ড। ২৭ বছর বয়সী লিভারপুলের এ ফুটবলারের চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাডিডাসের সঙ্গে।

ডেভিড সিলভা: স্প্যানিশ এ ফুটবলারের বার্ষিক আয় দুই লাখ পাউন্ড। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ২৮ বছর বয়সী এ ফুটবলারের চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাডিডাসের সঙ্গে।

ইডেন হ্যাজার্ড: বেলজিয়াম জাতীয় ফুটবল দলের এ খেলোয়াড়ের বার্ষিব আয় এক লাখ ৮৫ হাজার পাউন্ড। চেলসির হয়ে খেলা ২৩ বছর বয়সী এ ‘তরুণ’ ফুটবলারের নাইকি’র সঙ্গে চুক্তি রয়েছে।

ফার্নান্দো তরেস: শীর্ষ দশে স্থান পাওয়া স্প্যানিশ এ খেলোয়াড়ের বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার পাউন্ড। চেলসির হয়ে খেলা ৩০ বছর বয়সী এ ফুটবলারের অ্যাডিডাস, পেপসি ও অ্যাভিভা’র সঙ্গে চুক্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।