ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছবিতে ব্রাজিল বিশ্বকাপ

শামীম হোসেন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৪
ছবিতে ব্রাজিল বিশ্বকাপ

আর মাত্র কয়েকঘণ্টা পরই সাম্বার তালে তালে পর্দা উঠবে বিশ্বকাপের ২০তম আসরের। এরই মধ্যে ৩২টি দলই পৌঁছে গেছে ব্রাজিলে।

ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তের কিছু চিত্র…


ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের কাছে বিশ্বকাপের প্রতীকী ট্রফিহাতে এক ভক্ত। প্রিয়দল ব্রাজিল এই ট্রফিটি জয় করুক এ প্রত্যাশা তার।


৬৪ বছর পরে ব্রাজিলে আবারও হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। তাইতো স্ট্যাচু অব দ্য ক্রাইস্ট দ্য  রিডিমার স্বাগত জানাচ্ছে সবাইকে।


সারা বিশ্বে তো বটেই, তবে ব্রাজিলজুড়ে বিশ্বকাপ জ্বরটা একটু বেশিই। আর তাইতো বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে প্রিয় দল ব্রাজিলের সমর্থনের প্রতিচ্ছবি।


বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলের রংয়ে রঙিন হচ্ছে ‘স্ট্রেচু অব ক্রিস্ট রিডিমার’।


নিজ দেশের পতাকা এবং জার্সি বিক্রি করছে ব্রাজিলের নারীরা।


গায়ে অস্ট্রেলিয়ার জার্সি পরিয়ে বেলুন আকৃতির ব্রাজিলের স্ট্যাচু অব ক্রিস্ট রেডিমার সিডনির আকাশে উড়ছে।


আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসির ছবির সামনে দাড়িয়ে ফুটবলে হেড দিচ্ছে ভারতের কলকাতার এক ক্ষুদে ভক্ত।


একজন ভক্ত তার প্রিয়দলকে সমর্থন জানাতে বিভিন্নভাবে সাজতে পারেন। তাইতো ইংল্যান্ড এবং কলোম্বিয়ান ফ্লাগের রঙে জুতা পায়ে দিয়ে দলের প্রতি সমর্থন জানাচ্ছেন।


ব্রাজিলের কোপাকাবানা বিচে এক মেক্সিকান ফুটবল ভক্তের অদ্ভুত সাজ।


ইন্ডিয়ান ব্রাজিল ভক্ত শিশুরা মুখে রং মেখে ছবির জন্য পোজ দিচ্ছেন।


ব্রাজিলের সাও পাওলো স্টেডিয়ামের পাশে এক মেক্সিকান ফুটবল ভক্ত রেসলিং মাস্ক পরে প্রিয় দলকে সমর্থন দিতে এসেছেন।


ইন্ডিয়ান ফুটবল ভক্তরা এবং শ্রমিকরা একটি দৈত্য আকৃতির প্রতীকী বিশ্বকাপ ফুটবল স্থাপন করছে।


ইন্ডিয়ান চিত্রশিল্পী সুদর্শন টাঠনায়েক বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার প্রতীকী মুরাল তৈরি করছেন ভারতের পুরি সৈকতে।


আর্জেন্টাইন ফুটবল দলের এক ভক্ত বিভিন্ন ধরনের ছোট ছোট পুতুলের দোকান সাজিয়ে বিক্রি করছেন ব্রাজিলের কোপাকাবানা সৈকতে।   

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ১২, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।