ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লো’র জন্য শিরোপা চান ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪
লো’র জন্য শিরোপা চান ওজিল ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের ব্রাজিল বিশ্বকাপে টপ ফেভারিটের তালিকায় আছে জার্মানির নাম। জার্মানির প্লেমেকার মেসুত ওজিল এবারের বিশ্বকাপ জিতে তা কোচ জোয়াকিম লো’কে উৎসর্গ করতে চান।



এবারে লো’র শিষ্যদের গ্রুপ পর্বে লড়তে হবে শক্তিশালী পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আর্সেনালে খেলা জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল বলেছেন, ‘যদি আমরা চতুর্থবারের মতো বিশ্বাকাপ ঘরে নিতে পারি, তবে সেটি আমরা লো’কে উপহার দিতে চাই। তার কঠোর পরিচালনায় গত বিশ্বকাপে আমরা তৃতীয় স্থান লাভ করেছিলাম। ’

৫৪ বছর বয়সী লো উয়েফা ইউরো ২০০৮ সালে জার্মানিকে ফাইনালে তুলেছিল। সেখানে তারা রানার্স আপ হয়েছিল। এর চার বছর পর লো’র শিষ্যরা একই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিল।

নিজের কোচ সম্পর্কে ওজিল বলেন, ‘তিনি জাতীয় দলকে বিশ্বের কাছে নতুন করে তুলে ধরেছেন। আমরা তাঁকে সম্মান করি। তিনি বিশ্বের সেরা কোচ। দলের চারপাশে তাঁর বিচরণ আমাদের আনন্দ দেয়। এবারের বিশ্বশিরোপা জিতে আমরা তাকে পুরস্কৃত করতে চাই। ’

ওজিল আরো বলেন, আমি আশা করি বিশ্বশিরোপা হাতে তুলে তিনি বলবেন “আমরা জিতেছি”।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ১২ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।