ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেরা তরুণ খেলোয়াড় ফ্রান্সের পগবা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
সেরা তরুণ খেলোয়াড় ফ্রান্সের পগবা

ঢাকা: ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা বিশ্বকাপের সের‍া তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ইতালির ক্লাব জুভেন্তাসের এই মিডফিল্ডার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দারুণ পারফর্ম্যান্সে বিশ্ববাসীকে মুগ্ধ করেন।



ফরাসি দলের মধ্যমাঠের প্রধান খেলোয়াড় হিসেবে খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পগবা। ফ্রান্সের ৫টি ম্যাচের সবকটিতে খেলা পগবা বিশ্বকাপে ১টি গোল করেছেন ও ১টি গোল বানিয়ে দিয়েছেন।

নাইজেরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলের জয়ে বিশেষ অবদান রাখা এই তরুণ খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন ওই খেলায়। ২১ বছর বয়সী এই তারকা গত বছর তুরস্কে আয়োজিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন।  

তরুণ খেলোয়াড়ের পুরস্কার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য দুজন খেলোয়াড় ছিলেন, পগবার সতীর্থ রাফায়েল ভারানে ও ডাচ দলের ফরোয়ার্ড মেম্ফিস ডিপে।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।