ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এগিয়ে থেকেও লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এগিয়ে থেকেও লিভারপুলের হার

ঢাকা: জয়ের বৃত্তে থাকা ইংলিশ জায়ান্ট লিভারপুলকে এবার হারের স্বাদ পাইয়ে দিল সাউদাম্পটন। টানা তিন ম্যাচ জিতে প্রতিপক্ষের মাঠে আতিথ্য নিয়ে ৩-২ গোলে হেরেছে লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা লিভারপুলকে শেষের ঝড়ে জয়বঞ্চিত করে স্বাগতিক হিসেবে খেলতে নামা সাউদাম্পটন। ২-০ গোলে লিড নিয়েও জার্গেন ক্লপের শিষ্যদের পয়েন্ট হারাতে হয়।

ম্যাচের ১৭তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো লিভারপুলকে প্রথম গোল পাইয়ে দেন। ২২ মিনিটের মাথায় দলের ব্যবধান দ্বিগুন করেন ড্যানিয়েল স্টুরিজ। প্রথমার্ধে এই স্কোরেই বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর ম্যাচে ফেরার সুযোগ পায় স্বাগতিকরা। ৪৯ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে সাউদাম্পটন। সাদিও মানের নেওয়া শট রুখে দেন লিভারপুলের গোলরক্ষক সিমোন মিগনোলেট। তবে, ৬৫ মিনিটের মাথায় ব্যবধান কমায় স্বাগতিকরা। সেনেগালের সাদিও মানে পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে না পারলেও দলের প্রথম গোলটি তিনিই করেন। এতেই দমে যাননি মানে। জয়সূচক তৃতীয় গোলটিও করেন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে নিজের জোড়া গোলটি পান মানে।

তবে, এর আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৮৩তম মিনিটে গ্রাজিয়ানো পেল্লের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন।

২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রইল লিভারপুল। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টারসিটি। ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে আসে সাউদাম্পটন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ২০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।