ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অ্যাতলেটিকোতে খেলবেন তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
অ্যাতলেটিকোতে খেলবেন তেভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও ইউরোপে ফিরছেন কার্লোস তেভেজ। এবার স্প্যানিশ জায়ান্ট ‍অ্যাতলেটিকো মাদ্রিদে।

এমনটিই জানিয়েছেন বর্তমানে বোকা জুনিয়র্সের হয়ে খেলা এ আর্জেন্টাইন স্ট্রাইকার।

তেভেজ সর্বশেষ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে দুই মৌসুম খেলেছিলেন। পরে নিজের শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ফুটবলার। জুভিদের হয়ে খেলার সময় তেভেজ দুটি সিরিআ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিলেন।

এদিকে অ্যাতলেটিকোতে খেলতে আসার পেছনে দিয়েগো সিমিওনের হাত আছে বলে জানান তেভেজ। রোজি ব্ল্যাঙ্কসদের কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন সিমিওন।

তেভেজ জানান, ‘সিমিওন আমাকে ডেকেছেন। এ ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। আসলে স্পেনে খেলার অভিজ্ঞতাটা অন্যরকম। তবে আমি এখনও বোকাকে না বলতে পারছি না। ’

তিনি আরও বলেন, ‘গত বছর অ্যাতলেটিকো থেকে আমার জন্য প্রস্তাব এসেছিলো। তবে এরও আগে রিয়াল মাদ্রিদ আমার প্রতি আগ্রহ প্রকাশ করে। সময় বলে দেবে আমি কি করবো। ’

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।