ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক রাতে দুই মিলানের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এক রাতে দুই মিলানের হার ছবি: সংগৃহীত

ঢাকা: একই রাতে হার দেখলো ইতালিয়ান দুই জায়ান্ট দল এসি মিলান ও ইন্টার মিলান। সিরিআ লিগে আটলানটার বিপক্ষে ২-১ গোলে হারে এসি মিলান।

অপর খেলায় একই ব্যবধানে ইন্টারকে হারায় তুরিন।

বারগামোয় আতিথিয়েতা নিতে যায় এসি মিলান। ম্যাচের ৫ মিনিটে লুইজ আদ্রিয়ানো গোল করে মিলানকে লিড এনে দেন। কিন্তু ৪৪ মিনিটে পিনিলা  ও ৬২ অ্যালেজান্দ্রো গোমেজ গোল করলে জয় নিশ্চিত হয় আটলানটার।

অন্যদিকে ঘরের মাঠ সান সিরোতে তুরিনকে আমন্ত্রণ জানায় ইন্টার। খেলার ১৭ মিনিটে মাউরো ইকার্দি লিড পাইয়ে দেন ইন্টারকে। তবে ৫৫ মিনিটে ক্রিস্টিয়ান মোলিনারোর গোলে সমতা পায় তুরিন। আর ৭৩ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।