ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লুকাসের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
লুকাসের জোড়া গোলে পিএসজির দারুণ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লুকাসের জোড়া গোলে গুইনগাম্পের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেল প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ড্র করার পর এ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন কোচ লরা ব্লা।

তবে সহজেই জয় পেল ফ্রান্স চ্যাম্পিনরা।

 

শনিবার স্তাদে ডু রোউডোরোউতে আতিথিয়েতা নিতে যায় পিএসজি। এ ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ, অ্যাঙ্গেল ডি মারিয়া ও থিয়াগো সিলভা।

এদিন খেলার প্রথমার্ধ গোলশুন্য থাকে। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৭১ মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলের জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা লুকাস। ম্যাচ শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

ইতিমধ্যে চ্যাম্পিয়নের মুকুট পড়া পিএসজি ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।