ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বায়ার্নের ১৯ মিনিটেই এলোমেলো শালকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বায়ার্নের ১৯ মিনিটেই এলোমেলো শালকে ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের আরেকটি দুর্দান্ত জয়। বুন্দেসলিগার চলতি আসরে শীর্ষে থাকা উড়ন্ত বায়ার্ন ঘরের মাঠে আতিথ্য দেওয়া শালকেকে ৩-০ গোলে হারিয়েছে।

 

ঘরের মাঠ অ্যালিনাজ অ্যারেনায় ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিক হিসেবে খেলতে নামা বায়ার্নের হয়ে প্রথমার্ধে গোলের দেখা পাননি কোনো তারকাই। অতিথি শালকে রক্ষণভাগকে দারুণভাবে আগলে রেখে বিরতিতে গিয়েছিল।

তবে, বিরতির পর খোলস ছেড়ে বের হয় পেপ গার্দিওলার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেওয়া জার্মান সেরাদের হয়ে ম্যাচের ৫৪ মিনিটে গোল করেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানোডস্কি। ৬৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

ম্যাচের ৭৩ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন চিলির তারকা আরতুরো ভিদাল। মাত্র ১৯ মিনিটেই তিন তিনটি গোল হজম করে কোনঠাসা হয়ে পড়ে শালকে। তবে, নিজেদের রক্ষণ-দেয়াল পুনরায় ভাঙতে দেয়নি অতিথি দলটি। ম্যাচ শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

৩০ ম্যাচ শেষ বুন্দেসলিগার আসরে সর্বোচ্চ ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বায়ার লেভারকুজেন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।