ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রত্যয়ী বার্সা, অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
প্রত্যয়ী বার্সা, অপেক্ষায় মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বার্সেলোনা। লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে ভালেন্সিয়ার বিপক্ষে জয় পেতেই হবে লুইস এনরিকের শিষ্যদের।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সাকে তাই সতর্ক থেকেই নিজেদের মাঠে নামতে হচ্ছে।

 

ক্যাম্প ন্যুতে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

লা লিগার চলতি আসরে এই দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে সমতা নিয়ে শেষ হয়েছিল ভ্যালেন্সিয়ার মাঠে। ফিরতি পর্বের ম্যাচটি তাই মহা গুরুত্বপূর্ণ মেসি-নেইমার-সুয়ারেজদের জন্য।

গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা গত ২০ মার্চ ভিয়ারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র করে। এরপর নিজেদের মাঠে এল ক্লাসিকোর মহারণে নামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে, জয় পায়নি কাতালানরা। রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা। আর গত বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয় বার্সাকে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে কাগজে-কলমে এগিয়ে বার্সা। গত ফেব্রুয়ারিতে ক্যাম্প ন্যুতে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এই ভালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। লা লিগায় আসরে কাতালানদের বিপক্ষে ১৭ ম্যাচের একটিতেই জিতেছে ভালেন্সিয়া। পাঁচটি ড্রয়ের সঙ্গে তাদের ১১বার হারতে হয়েছিল। সবশেষ ২০১৪ সালে ক্যাম্প ন্যুতে ৩-২ গোলে জিতেছিল ভ্যালেন্সিয়া।

২০০৩ সালের পর থেকে বার্সা লা লিগার আসরে কোনোবারই টানা তিন ম্যাচ হারেনি। লুইস এনরিকের অধীনে এটিই কাতালানদের সবথেকে বাজে ফল। বাজে সময় পার করছেন বার্সার সেরা তারকা মেসি। আর্জেন্টিনার এই ক্ষুদে জাদুকর ৪৫২ মিনিট ধরে গোলের দেখা পাননি।

তবে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে বরাবরই উজ্জ্বল মেসি। ক্যাম্প ন্যুতে মেসি এই দলটির বিপক্ষে লিগের নয় ম্যাচে করেছেন দশ গোল। ২০১০-১১ মৌসুমের এপ্রিল-মে মাসের পর কখনোই এমন বাজে সময়ের মুখোমুখি হননি পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা।

জাতীয় দল ও ক্লাবের হয়ে তার ৫০০তম গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষাটা হয়তো ফুরাতে পারে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেই। গত পাঁচ ম্যাচেই প্রতিপক্ষের জালের দেখা পাননি বিশ্বফুটবলের এ ক্ষুদে জাদুকর! সবশেষ আর্সেনালের বিপক্ষে (১৬ মার্চ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচটিতে গোল করেছিলেন মেসি।

এ ম্যাচের আগে ৩২ রাউন্ড শেষ পয়েন্ট টেবিলে সর্বোচ্চ ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। গেটাফের বিপক্ষে জয় পাওয়ায় অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে টেবিলের দুই নম্বরে চলে এসেছে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে অ্যাতলেতিকোর এখন পর্যন্ত সংগ্রহ ৭৩ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।