ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আরামবাগের বিপক্ষে আবাহনীর হোঁচট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
আরামবাগের বিপক্ষে আবাহনীর হোঁচট ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান স্বাধীনতা কাপে হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড। ‘বি’ গ্রুপের ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অমলেশ সেনের শিষ্যরা।



ম্যাচের প্রথমার্ধে আরামবাগের গোলমুখে কোনো আক্রমণ রচনা করতে পারেনি আবাহনী। আগের ম্যাচেই বিজেএমসিকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও এই ম্যাচে আবাহনীর তারকারা ছিলেন নিস্প্রভ। ম্যাচের ৪১তম মিনিটে দলের ইংলিশ ফরোয়ার্ড লি টাক লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করলে দশ জনের দলে পরিণত হয় আবাহনী।
 
দশ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে নিজেদের ঘর গুছিয়ে খেললেও আরামবাগের জাল খুঁজে পাননি সানডে-কামারা-জুয়েল রানারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় আবাহনীকে।
 
তিন ম্যাচ খেলে দুই ড্র আর এক জয় নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। অপরদিকে শেখ রাসেলের বিপক্ষে হার দিয়ে শুরু করা আরামবাগ পরের চার ম্যাচে টানা ড্র করে ৪ পয়েন্ট অর্জন করেছে।
 
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।