ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোনো প্রতিদ্বন্দ্বী নেই সালাম মুর্শেদীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
কোনো প্রতিদ্বন্দ্বী নেই সালাম মুর্শেদীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। বুধবার (২০ এপ্রিল) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

আর শেষ দিনে সিনিয়র সহ-সভাপতির পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়া।

 

জাতীয় দল ও আবাহনীর সাবেক তারকা ফুটবলার টুটুল পদত্যাগ করায় এই পদ থেকে এককভাবে থাকলেন আব্দুস সালাম মুর্শেদী।

 

সিনিয়র সহ-সভাপতি পদে টুটুল ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সালাউদ্দিন বিরোধী ‘ফুটবল বাঁচাও’ জোটের উদ্যোক্তা মঞ্জুর কাদের। তবে, অনুমেয়ভাবেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। এছাড়া একই পদে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ফলে স্বাভাবিক ভাবেই আরও এক মেয়াদের জন্য বাফুফের সিনিয়র সহ-সভাপতি হতে চলেছেন সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।