ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সরে দাঁড়াচ্ছেন না সালাহউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
সরে দাঁড়াচ্ছেন না সালাহউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার (২০ এপ্রিল) বাফুফে নির্বাচনকে সামনে রেখে ঘটে গেল দারুণ এক নাটকীয় ঘটনা। মনোনয়নের শেষ দিন হওয়ায় হঠাৎ বাফুফে পাড়ায় গুঞ্জন উঠে, কাজী সালাহউদ্দিন সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন!

এমন গুঞ্জন শুনে মিডিয়া কর্মীদের উপচে পড়া ভীড়ে সরগরম হয়ে উঠে পুরো বাফুফে।

তখন সালাহউদ্দিন সম্মিলিত পরিষদের রুদ্ধধার বৈঠক চলছিল। তাদের বৈঠক চলাকালীন এও শোনা যাচ্ছিলো যে, নির্বাচনকে ঘিরে তিনি ও তার পুরো প্যানেল চাপে রয়েছেন। তাই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন।
 
সভাশেষে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পূর্ণ পরিষদ নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন কাজী সালাহউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আমাদের উপরে কোন চাপ নেই এবং ৩০ এপ্রিলের নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। ’
 
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ফুটবলের উন্নয়নের জন্য কাজ করতে চাই। কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ ৩০ এপ্রিল নির্বাচনে ঐক্যবদ্ধ থেকেই অংশগ্রহণ করবে। ’
 
সালাম মুর্শেদির জয়কে পুরো প্যানেলের জয় হিসেবে আখ্যা দিয়ে সম্মিলিত পরিষদ বা সালাহউদ্দিন পরিষদের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘সালাম বিজয়ী হওয়া এক প্রকার আমাদেরই জয়। এটা আমাদের জন্য আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে। ’
 
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।