ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১০ জনের এভারটনকে সহজেই হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
১০ জনের এভারটনকে সহজেই হারালো লিভারপুল ছবি:সংগৃহীত

ঢাকা: বুধবার রাতটা দারুণ কাটলো লিভারপুলের। কারণ নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে ইয়র্গান ক্লপের শিষ্যরা।

তবে এভারটনের ফুটবলার রামিরো ফুনেস মোরিস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বিপক্ষরা।

এদিন ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে আতিথিয়েতা জানায় লিভারপুল। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা অল রেডসদের হয়ে সব তারকারা গোল আদায় করে নেন। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডিভোক ওরিগি ও মামাদু সাকোর গোলে ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ওরিগিকে বিপক্ষ ফুটবলার মোরিস গুরুতর ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করান। আর ১০ জনের দল পেয়ে এভারটনকে আরও চেপে ধরে লিভারপুল।

এ সময় আরও দুটি গোল হজম করে এভারটন। ১৫ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন ড্যানিয়েল স্টুরিজ ও ফিলিপ কোতিনহো।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। আর এ জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে রইল দলটি।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।