ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জুভিদের জয়ের রাতে হেরেছে ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জুভিদের জয়ের রাতে হেরেছে ইন্টার ছবি:সংগৃহীত

ঢাকা: পাওলো দাবালার জোড়া গোলে লাজিওর বিপক্ষে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে জুভেন্টাস। তবে রাতের অন্য ম্যাচে গেওনার বিপক্ষে ১-০ ব্যবধানে হার মানে ইন্টার মিলান।

ইতালিয়ান সিরিআ লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভিরা ঘরের মাঠ তুরিনে লাজিওকে আতিথিয়েতা জানায়। তবে ম্যাচের ৩৯ মিনিটে মারিও মানজুকিচের গোলে লিড পায় স্বাগতিকরা। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় জুভিরা। এরই ফলে ৫২ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে দলের দারুণ জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার দাবালা।

অন্যদিকে ডি মাইয়োর ৭৭ মিনিটের একামাত্র গোলে গেওনার কাছে হেরে যায় ইন্টার। এ হারের ফলে ৩৪ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে রইল দলটি। তবে সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।