ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

ঘরোয়া ডাবল জিতলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, মে ২২, ২০১৬
ঘরোয়া ডাবল জিতলো বায়ার্ন ছবি:সংগৃহীত

ঢাকা: জার্মান বুন্দেসলিগার পর ঘরোয়া দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা ডিএফবি পোকালের ট্রফিও জিতলো বায়ার্ন মিউনিখ। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় বায়ার্ন।

এ জয়ের ফলে রেকর্ড ১৮তম ডিএফবি পোকাল ট্রফি জিতলো বায়ার্না। আর কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়লেন পেপ গার্দিওলা।

শনিবার রাতে ফাইনাল ম্যাচে বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচের নির্ধারিত সময়ে কোন গোল না হলে অতিরিক্ত সময়ে ম্যাচটি গড়ায়। কিন্তু সে সময়ও দু’দল কোন গোলের দেখা না পেলে রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান।

টাইব্রেকারে বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার দুটি শট সেভ করে জয়ের নায়ক বনে যান। তিনি এসভান বেন্ডার ও সোকরাটিসের শটটি ঠেকিয়ে দেন। তবে বাভারিয়ানদের হয়ে হোসহুয়া কিমিছ মিস করলেও শেষ শটে দগলাস কস্তা গোল করলেও জয় নিশ্চিত জয় বায়ার্নের।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ২২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ