ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

চীন গেল ‘যবিপ্রবি’ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ২২, ২০১৬
চীন গেল ‘যবিপ্রবি’ ফুটবল দল ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেল কয়েক বছর ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ।

 

এবারও যথারীতি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক সপ্তাহ।

এই আয়োজনের একটি অন্যতম ইভেন্ট হলো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। যেখানে এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নেবে। সেখানে এবার বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফুটবল দল।

রোববার (২২ মে) চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নেবে এই টুর্নামেন্টে। চীনের কুনমিংয়ে ২২ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

দেশ ছাড়ার আগে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাকটর মো: জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ