ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

মরিনেহোকে নিয়ে শোয়াইনস্টেগারের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, মে ২৫, ২০১৬
মরিনেহোকে নিয়ে শোয়াইনস্টেগারের স্বস্তি ছবি:সংগৃহীত

ঢাকা: হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন বাস্তিয়ান শোয়াইনস্টেগার। তিনি জানান, ২০১৬-১৭ মৌসুম হবে মরিনহোর অধীনে ‘বিশেষ মৌসুম’।

 

গত সোমবার লুইস ফন গালকে ম্যানইউ’র কোচের পদ থেকে বহিষ্কার করা হয়। আর কয়েকদিনের মধ্যেই হয়ত পর্তুগিজ কোচ মরিনহোকে অফিসিয়ালি প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

এদিকে জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টেগার মনে করেন মরিনহোকে পেয়ে ওল্ড ট্রাফোড নতুন ভাবে জেগে উঠবে। ‘আমরা এখনও জানি না কে আমাদের পরবর্তী কোচ হচ্ছেন। তবে আশাকরি পরের ম্যানচেস্টার ডার্বিটা অসাধারণ হবে। ’

তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টারের ইতিহাস দারুণ। আর মরিনহো যদি ইউনাইটেডের কোচ হন তবে, ফুটবলাররা তার অধীনে খেলে স্বস্তি পাবে। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৫ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ