ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালেই অবসর নেবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, মে ২৫, ২০১৬
রিয়ালেই অবসর নেবেন রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো। আর স্প্যানিশ জায়ান্ট দলেই অবসর নিতে চান বলে জানিয়েছেন এ পর্তুগিজ অধিনায়ক।

 

৩১ বছর বয়সী এ তারকার সঙ্গে রিয়ালের ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। তবে গুঞ্জন শোনা যায় তিনি প্যারিস সেন্ট জার্মেই অথবা পূর্বের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত যেতে পারেন।

এদিকে চলতি বছরের শুরুতে সিআর সেভেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আসর মেজর লিগ সকারে খেলতে পারেন তিনি। তবে এবার তিনি জানান রিয়ালেই নিজের ক্যারিয়ার শেষ করতে চান।

রোনালদো বলেন, ‘অবশ্যই আমি এখানে থাকতে চাই। আমি মনে করি রিয়ালেই আমি অবসর নেব। রিয়াল ছাড়া অন্য কোন ক্লাবকে আমি সেরা মনে করি না। এখানেই আমি সুখে আছি। আর চ্যাম্পিয়নস লিগের পরই নতুন চুক্তির ব্যাপারটি দেখবো। ’

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ২৫ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ