ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

সমালোচকদের রোনালদোর জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, মে ৩০, ২০১৬
সমালোচকদের রোনালদোর জবাব ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পর সমালোচকদের কড়া জবাব দিলেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যালাকটিকোদের ‘আন ডেসিমা’ (১১তম শিরোপা) জয়ে পুরো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ অধিনায়ক।

 

মিলানের ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতিলেটিকো মদ্রিদকে হারিয়ে ট্রফি উৎসবে মাতে রিয়াল। পেনাল্টি শটের শেষ গোলটি আসে রোনালদোর পা থেকে। এর আগে ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র ছিল।

চলতি মৌসুমে সিআর সেভেন খ্যাত এ তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫১টি গোল করেন। যেখানে ইউরোপ সেরার লড়াইয়ে তার পা থেকে আসে সর্বোচ্চ ১৬টি গোল ।

এদিকে সান সিরোতে ম্যাচের মূল সময়ে মাঠে খুব একটা আলো ছড়াতে পারেননি ইনজুরি থেকে ফিরে আসা রোনালদো। দলের হয়ে একমাত্র গোলটি আসে অধিনায়ক সার্জিও রামোসের পা থেকে। তাই সমালোচকরা প্রশ্নবিদ্ধ করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে। তবে এসব ব্যাপার গায়েই লাগাচ্ছেন না তিনি।

রোনালদো জানান, ‘আমি এসব ব্যাপারে মাথা ঘামাই না। আমাকে যারা ভালোবাসে আমি সবসময় তাদের সঙ্গে আছি। সুতরাং এই চ্যাম্পিয়নস লিগটি তাদের জন্য যারা আমাকে সমর্থন জানিয়েছে। তারা হলো আমার সমর্থক, পর্তুগাল ও পুরো বিশ্ব। ’

চলতি মৌসুমে দুর্দান্ত খেলা রোনালদো আগামী মৌসুমেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। এ নিয়ে টানা ছয় মৌসুম ৫০টির বেশি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ