ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেলেন কারবাহাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, মে ৩১, ২০১৬
স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেলেন কারবাহাল ছবি:সংগৃহীত

ঢাকা: স্পেন ডিফেন্ডার দানি কারবাহাল হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। আর ইনজুরি গুরুতর হওয়ার ফলে ১০ জুন থেকে ফ্রান্সের মাটিতে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপে নিজ দল থেকে ছিটকে গেলেন তিনি।

এমনটি নিশ্চিত করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।

 

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে ফাইনালে চোট পান কারবাভাল। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১১তম শিরোপা জয়ের ম্যাচে ৫২ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

রিয়ালের এক বিবৃতিতে বলা হয়, ‘কারবাহালের ইনজুরির কারণে আমরা তাকে চিকিৎসার জন্য পাঠাই। তবে সে গ্রেড টু ইনজুরিতে ভুগছে। তাই তার সুস্থ হতে বেশ সময়ের প্রয়োজন। ’

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ৩১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ