ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

আলবেনিয়ার বিপক্ষে সুইসদের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জুন ১১, ২০১৬
আলবেনিয়ার বিপক্ষে সুইসদের কষ্টার্জিত জয়

ঢাকা: চলমান ইউরো ২০১৬’র আসরে জয় দিয়ে শুরু করেছে বিশ্ব ফুটবলের ৠাংকিংয়ে ১৫তম অবস্থানে থাকা সুইজারল্যান্ড। আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছে সুইসরা।

 

গ্রুপ ‘এ’ ম্যাচে সুইসরা ম্যাচের প্রথমার্ধেই লিড নেয়। পুরো সময় জুড়ে জারদান শাকিরির দল নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ ধরে রাখলেও এক গোলের বেশি করতে পারেনি।

ম্যাচের পঞ্চম মিনিটে শাকিরির অ্যাসিস্ট থেকে গোল করেন ফ্যাবিয়ান। ২৩ মিনিটের মাথায় আলবেনিয়ার লোরিক কানা হলুদ কার্ড দেখেন। লোরিক ৩৬ মিনিটের মাথায় দ্বিতীয় দফায় হলুদ কার্ড দেখলে মাঠ ছাড়তে হয়। ফলে, দশজনের দলে পরিণত হয় আলবেনিয়ানরা।

তবে, অপেক্ষাকৃত সুইজারল্যান্ডকে আর কোনো গোলের স্বাদ নিতে দেয়নি আলবেনিয়া। ফলে, ফ্যাবিয়ানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১১ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ