ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

মাঠে গড়ালো নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জুলাই ২৪, ২০১৬
মাঠে গড়ালো নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

চট্টগ্রাম থেকে: আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হলো জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের। রোববার (২৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিগ মিডিয়া কমিটির আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

রোববার প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মোকাবেলা করছে আরামবাগ ক্রীড়া সংঘকে। দিনের অপর ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব।

প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরের প্রথম পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে এই এমএ আজিজ স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।