ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইন্টারকে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, জুলাই ২৫, ২০১৬
ইন্টারকে হারালো পিএসজি ছবি:সংগৃহীত

ঢাকা: প্রাক-মৌসুম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে সহজ জয় তুলে নিল প্যারিস সেন্ট জার্মেই। সার্জি আয়ুরের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

দলের হয়ে অন্য গোলটি করেন লায়ভিন কুরজাওয়া। আর ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন স্টেভেন জোভিটিচ।

 

যুক্তরাষ্ট্রের অরেগনে আটজেন স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতা থাকলেও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

১৪ মিনিটে দলকে এগিয়ে নেন আয়ুরের। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইন্টারকে সমতায় ফেরান জোভিটিচ। বিরতির পর ৬১ মিনিটে করুজাওয়া গোল করলে আবারও এগিয়ে যায় ফ্রান্সের শীর্ষ দলটি। আর৮৭ মিনিটে আয়ুরের নিজের দ্বিতীয় গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।