ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

রদ্রিগেজকে ছাড়তে চান না জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, আগস্ট ৩, ২০১৬
রদ্রিগেজকে ছাড়তে চান না জিদান ছবি:সংগৃহীত

ঢাকা: জেমস রদ্রিগেজকে রিয়াল মাদ্রিদেই রাখতে চান দলের কোচ জিনেদিন জিদান। তবে দলের অন্য মিডফিল্ডার ইসকোর থাকা না থাকাটি অনিশ্চয়তা রয়েছে।

জিদানের অধীনে গত মৌসুমে দল ভালো করলেও বাজে পারফরম্যান্স করেছিলেন রদ্রিগেজ।

 

রিয়ালে বর্তমানে একটি পজিশনের জন্য লড়ছেন রদ্রিগেজ, ইসকো ও ২০ বছর বয়সী মার্কো অ্যাসেনসিও। তবে নতুন মৌসুমে অন্য কারও ব্যাপার না বলতে পারলেও কলম্বিয়ান তারকাকে চান জিদান।

জিদান বলেন, ‘একই পজিশনের জন্য কয়েকজন রয়েছে। তবে এ ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারছি না। মাদ্রিদে ফিরেই একটা সিদ্ধান্ত হবে। আর জেমস চলে যাক এটা আমি চাই না। সে মাদ্রিদের ফুটবলার। সে দলকে আরও দিতে চায়। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।