ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ম্যানসিটিতে ১৯ বছরের কলম্বিয়ান তরুণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, আগস্ট ৬, ২০১৬
ম্যানসিটিতে ১৯ বছরের কলম্বিয়ান তরুণ মারলস মোরেনো-ছবি:সংগৃহীত

ঢাকা: কলম্বিয়া জাতীয় দলের স্ট্রাইকার মারলস মোরেনোকে দলে টানলো ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। শনিবার ক্লাবের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

অ্যাতলেটিকো নাচিওনাল থেকে পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি দিলেন ১৯ বছরের এ তরুণ।

 

ইংলিশ জায়ান্ট সিটিজেনদের দলে যোগ দিলেও এই মৌসুমে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনাতে ধারে খেলবেন মোরেনো। সেখানে তিনি এক বছরের জন্য যাচ্ছেন।

সিটির অফিসিয়াল ওয়েবসাইটে মোরেনো জানান, ‘বর্তমান বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে একটি ম্যানসিটি। এই দলের সদস্য হতে পারাটা দারুণ এক ব্যাপার। ’

মোরেনো সহ গ্রীস্মের দল-বদলে এ নিয়ে সাত ফুটবলারকে দলে ভেড়ালো সিটিজেনরা। এরা হলেন লিরয় শেন, এলকে গানদোগান, নোলিতো, ওলেকসান্দ্রা জিনচেনকো, গ্যাব্রিয়েল জেসাস ও অ্যারন মোয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।