ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালের অনুশীলনে ফিরলেন ইউরো জয়ী রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, আগস্ট ১১, ২০১৬
রিয়ালের অনুশীলনে ফিরলেন ইউরো জয়ী রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: লম্বা ছুটি কাটিয়ে কাটিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেনে ইউরো জয়ী পর্তুগিজ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপে। সিআর সেভেন অবশ্য হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার লড়াই করছেন।

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা সংশয় থাকছেই।

পেপে-রোনালদো ছাড়াও গ্যালাকটিকোদের ট্রেনিং সেশনে ফিরেছেন গ্যারেথ বেল ও টনি ক্রুস। দলের অন্যতম এ চার তারকাকে ছাড়াই সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের (১০ আগস্ট) শিরোপা ঘরে তোলে লস ব্লাঙ্কসরা।

ট্রেনিং গ্রাউন্ডে রোনালদোকে স্বাগত জানান কোচ জিনেদিন জিদান। নিজেদের অফিসিয়াল টুইটার পেজেও পেপে-রোনালদোকে স্বাগত জানায় রিয়াল।

প্রাক মৌসুমের প্রস্তুতির পর লিগ শিরোপা খরা (সবশেষ ২০১১-১২) ঘোঁচানোয় চোখ রাখছে রিয়াল। আগামী রোববার (২১ আগস্ট) রিয়াল সোসিয়েদাদের মাঠে নতুন মৌসুমের চ্যালেঞ্জে নামবে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায়। তার ‍আগে ফ্রেঞ্চ ক্লাব রেইমসের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন সার্জিও রামোসরা।

এবারের প্রাক মৌসুমের শুরুতেই ধাক্কা খায় রিয়াল! প্রস্তুতিমূলক ইভেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) নিজেদের প্রথম ম্যাচেই পিএসজির কাছে ৩-১ গোলে হেরে যায় স্প্যানিশ জায়ান্টরা। পরের দুই ম্যাচে ‍অবশ্য চেলসি (৩-২) ও বায়ার্ন মিউনিখকে (১-০) হারানোর পর উয়েফা সুপার কাপ জিতে স্বরূপে ফেরে জিদানের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।